অনলাইনে মৌখিক পরীক্ষা নেবে ঢাবি অনলাইনে মৌখিক পরীক্ষা নেবে ঢাবি ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট এড়াতে অনলাইনে ক্লাস চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। এবার মৌখিক পরীক্ষাও অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সকল অনুষদের ডিন,সকল বিভাগের চেয়ারম্যান, সকল ইনস্টিটিউটের পরিচালক, সকল ব্যুরো-গবেষণা কেন্দ্রের পরিচালক এবং সংশ্লিষ্ট অফিস প্রধানরাও সভায় সংযুক্ত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের যে সব শিক্ষার্থীর লিখিত, ব্যবহারিক ও অন্য পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে,কিন্তু করোনাভাইরাস (কোভিড১৯) পরিস্থিতিতে মৌখিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। তাদের চূড়ান্ত ফলের জন্য মৌখিক পরীক্ষা নীতিমালার আলোকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কোনও শিক্ষার্থী এই পরীক্ষা কার্যক্রমের সুবিধাপ্রাপ্তি থেকে যেন বঞ্চিত না হয় সেজন্য ব্যবস্থা রাখতে হবে। ক্যাম্পাসে সশরীরে শিক্ষার্থীদের অসমাপ্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ বিষয়ে বিভাগ, ইনস্টিটিউট কিংবা অনুষদ ভিত্তিক সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এ সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট ডিন ও পরিচালক সমন্বয় করবেন। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প মেডিকেল কলেজ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে দ্রুত একটি কৌশলপত্র প্রণয়নের জন্য সংশ্লিষ্ট ডিনদের অনুরোধ করা হয়। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৫৫ শেয়ার করুন শিক্ষাঙ্গন শেয়ার করুন ঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষা