আধা কিলোমিটার যেতে দেড় ঘণ্টা! আধা কিলোমিটার যেতে দেড় ঘণ্টা! ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০ ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের এক পাশে আরসিসি ঢালাইয়ে সংস্কার আর অন্য পাশে বড় বড় গর্ত। এতে আধা কিলোমিটার সড়ক পার হতে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা। অনেক সময় গর্তে মালবাহী ট্রাক আটকে গেলে অন্য যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এমন চিত্র প্রায় প্রতিদিনের। এমনকি যানজটে অ্যাম্বুলেন্স আটকা পড়ে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটছে। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা শহর এর অংশে আরসিসি ঢালাইয়ে সড়ক সংস্কারকাজের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভয়াবহ যানজটের জন্য যানবাহন চালকরা সড়ক সংস্কারে ধীরগতি ও অব্যবস্থাপনার জন্য সংশ্নিষ্ট ঠিকাদারকে দায়ী করছেন। তারা বলছেন, যানবাহন চলাচলে সঠিক কোনো ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে সড়ক সংস্কারের জন্য সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। গত রোববারও ছিল ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজট। এ সময় দুর্ভোগে পড়তে হয় যাত্রী ও যানবাহন চালকদের। গুরুত্বপূর্ণ এ সড়কে মুক্তাগাছার ওপর দিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে উত্তরবঙ্গের প্রায় ২০টি জেলার মানুষ। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে থাকে। এ কারণে সব সময় এ সড়কে যানবাহনের চাপ থাকে। জামালপুর থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের চালক হেলাল উদ্দিন বলেন, প্রতিদিনই এ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়তে হচ্ছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছে। তিনি বলেন, অপরিকল্পিতভাবে সড়ক সংস্কার করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এ জন্য তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছেন। যানজটে আটকা পড়া অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি গুরুতর রোগী নিয়ে ধনবাড়ী থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয়েছেন। কিন্তু যানজটের কারণে দেড় ঘণ্টা ধরে রোগী নিয়ে সড়কে আটকা পড়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান এনটিটির প্রকৌশলী সাদি বলেন, অতিবৃষ্টির কারণে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গর্তে ইট ফেলে সড়কটি চালু রাখার চেষ্টা করা হচ্ছে। মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে ইউএনও সুবর্ণা সরকার বলেন, সড়কের পাশে জায়গা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। তার কাছে প্রতিদিনই খবর আসছে যানজটের। কীভাবে যানজট কমানো যায়, এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৬৭ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক