আসছে বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা স্বয়ংক্রিয়ভাবে প্রণয়ন আসছে বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা স্বয়ংক্রিয়ভাবে প্রণয়ন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০ আগামী অর্থবছর থেকে সরকারি চাকরিজীবী ও পেনশন ভোগীদের বেতন-ভাতা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যবস্থা আগামী বাজেট থেকে চালু হবে। রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার জন্য আগামী ২০২১-২২ অর্থবছর হতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদির বাজেট স্বয়ংক্রিয়ভাবে প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর ও অধিকতর স্বচ্ছতা নিশ্চিতকরণে বর্তমানে ‘অনলাইন পে-ফিক্সেশন’ ডাটাবেজ হতে নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতি অনুযায়ী রি-ডিজাইনকৃত আইবাস প্লাস-এর ডাটাবেজে সব কর্মচারীর তথ্য স্থানান্তরের কার্যক্রম চলমান আছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন’সহ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন পরিশোধের লক্ষ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও অন্য প্রতিষ্ঠান, অধীনস্ত অধিদফতর, পরিদপ্তর ও অধস্তন অফিস এবং মাঠ পর্যায়ের অফিসসমূহের অর্গানোগ্রাম, নিয়োগবিধি ও পদ মঞ্জুরি অনুযায়ী পদবি, পদসংখ্যা ও গ্রেড আইবাস প্লাস সিস্টেমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বর্ণিত প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদির বাজেট আগামী ২০২১-২২ অর্থবছর হতে স্বয়ংক্রিয়ভাবে প্রণয়ন ও ইএফটির মাধ্যমে কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সকল মন্ত্রণালয়, বিভাগ ও অন্য প্রতিষ্ঠান, অধীনস্ত অধিদপ্তর বা পরিদপ্তর ও অধস্তন অফিস ও মাঠ পর্যায়ের অফিসসমূহের অর্গানোগ্রাম, নিয়োগবিধি ও পদ মঞ্জুরির সত্যায়িত অনুলিপি আগামী ৩১ আগস্টের মধ্যে অর্থ বিভাগে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের বেতন এবং ভাতা অ্যাকাউন্টস কন্ট্রোলার জেনারেলের অফিস থেকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় স্থানান্তর করা হয়। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৩৬৬ শেয়ার করুন চাকরির খবর শেয়ার করুন সরকারি চাকরিজীবী