আসিফ-মুন্নি

আসিফের বিরুদ্ধে গায়িকা মুন্নী মামলা

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

আবারও মামলার আসামী হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলাটি দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে দিনাত জাহান মুন্নি গণমাধ্যমকে বলেছেন, ‌‘মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। আসিফকে সাইবার ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন। অবশেষে বাধ্য হয়ে মামলা করেছি।’

অন্যদিকে আসিফ বলেছেন, কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তা ছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি আমি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই। গতবারের মতো একচেটিয়া সুযোগ আর কেউ পাবে না বলেও মন্তব্য করেন এই গায়ক।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে আসিফের বিরুদ্ধে মামলা করেছিলেন গীতিকার ও সুরকার শফিক তুহীন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন আসিফ। সেই মামলাও এখনো চলমান রয়েছে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন।