ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘ছেলেমানুষী’ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২০ বিনোদন ডেস্ক: বিশ্বের কয়েকটি দেশ_____ চীন, রাশিয়া, কানাডা, যুক্তরাজ্যসহ ভারতের ৪টি ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে মানিক বন্দোপাধ্যায়ের ছোটগল্প ‘ছেলেমানুষী’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছেলেমানুষী’। আগামী ৩০ মে ফিল্ম স্কুটার এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের হিন্দু-মুসলমানদের আন্ত:সম্পকের্র ওপর ভিত্তি করে রচিত মানিক বন্দো: এর ছোটগল্পের ছায়া অবলম্বনে স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন সাকী ফারজান। স্বল্পদৈর্ঘ্যটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরিত্র, তপস্যা, মাহবুবা ছায়া, রোকন হোসাইন, বাহাউদ্দিন বিশাল, নন্দিতা বৈষ্ণব, সুবর্ণ ধর, মাহফুজ প্রমুখ। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৩৮ শেয়ার করুন বিনোদন শেয়ার করুন