ইবি’তে অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশনা ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে অনলাইন ক্লাসে যুক্ত হতে ইউজিসির নির্দেশনা মোতাবেক স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরির জন্য সকল বিভাগ সভাপতিকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করছেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ সাক্ষরিত প্রজ্ঞাপন সূত্র জনায়, অনলাইন শিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভাগের যে সকল শিক্ষার্থী ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই সে সকল শিক্ষার্থীর বস্তুনিষ্ঠ তালিকার হার্ড কপি আগামী ১৯ আগষ্ট ২০২০ এর মধ্যে রেজিস্ট্রার অফিসে এবং সফট কপি উল্লিখিত মেইলে (register@iu.ac.bd) প্রেরণ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৮৩ শেয়ার করুন শিক্ষাঙ্গন শেয়ার করুন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।