ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী জেলা প্রতিনিধি): নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ বুধবার (২২ জুলাই) রাতে উত্তর পেয়ারাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে, উপজেলার উত্তর আম্বরনগরের কাজিম উদ্দিন বেপারী বাড়ীর মোঃ বকু মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান হিরন (৪৩), মধ্য অম্বরনগরের কমর উদ্দিন ফকির বাড়ীর মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২০) ও কাশিপুরের গনু কন্ট্রাক্টর বাড়ীর আব্দুল আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (২৫) সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে ৪নং বারগাঁও ইউনিয়নের উত্তর পেয়ারাপুর হিন্দু বাড়ীর দরজায় এসআই মো. আমির হামজার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৪৭ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন গ্রেফতারমাদক ব্যবসায়ি