ঈদের আনন্দ নেই দুস্থ মানুষের

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২০

বছর ঘুরে এসেছে খুশির ঈদ। তবে এই ঈদের আনন্দ নেই কর্মহীন শ্রমজীবী মানুষের। পরিবার পরিজন নিয়ে জীবন যুদ্ধে টিকে থাকাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

দু’বেলা দু’মুঠো খাবারের যোগান দিতেই হিমশিম খাচ্ছেন তারা। বিভিন্ন জায়গায় আজও ঈদের দিন রাস্তায় বের হন অনাহারী এসব মানুষ।

করোনার প্রদুর্ভাবের কারণে এ বছর ভিন্ন পরিস্থিতিতে এসেছে ঈদুল ফিতর। কল-কারখানা বন্ধ থাকায় বেকার হয়েছেন দিনাজপুরের অনেক নিম্ন আয়ের মানুষ।

ঈদের আনন্দ নেই তাদের ঘরে। পরিবার পরিজনের দু’ বেলা দু’মুঠো খাবার যোগানোই কঠিন হয়ে পড়ছে এসব অনাহারী মানুষের কাছে।

এদিকে, দেশে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন লালমনিরহাটের ৭০টি চরাঞ্চলের বিভিন্ন পেশার মানুষ। টাকার অভাবে ঈদে নতুন জামা কাপড় এমন কি সেমাই-চিনিও কিনতে পারেননি অনেকে।

করোনার এই ক্রান্তিকালে এবারের ঈদ যেমনই হোক, আগামী ঈদ যেন হয় করোনামুক্ত বিশ্বে, সেই প্রার্থনা ছিল বিপন্ন জনপদে।

ভুলুয়া বাংলাদেশ/এএইচ