ফাইল: ছবি এখনই সৌদির প্রবাসীরা কর্মস্থলে ফিরতে পারবেন না ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০ আবদুল কাদের সৌদি আরব থেকে: মহামারি করোনার (কোভিড-১৯) কারণে সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত কর্মস্থলে ফিরে আসতে পারবে না জানিয়েছে, সৌদি দেশটির পাসপোর্ট বিভাগ। সূএ জানায়, সৌদিআরবে মহামারী করোনা ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকলের সাথে সম্মতি রেখে গত ১৫ ই মার্চ সিভিল অ্যাভিয়েশন প্রতিরোধ ও সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সমস্ত ফ্লাইট স্থগিত করায় ছুটিতে থাকা প্রবাসীরা সৌদিতে ফিরতে পারে নাই। আটকা পড়েছে নিজ নিজ দেশে। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৭৮২ শেয়ার করুন প্রবাস শেয়ার করুন