এবার লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে বিধবা নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ২ এবার লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে বিধবা নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ২ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: এবার নোয়াখালীর পর লক্ষ্মীপুরের রামগতিতে এক বিধবা নারীকে হাত-পা বেঁধে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ওই নির্যাতিত নারী বাদী হয়ে রামগতি থানায় এ মামলা দায়ের করেন। পরে পুলিশ উপজেলার কলাকোপা এলাকা অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত দুই আসামী জামাল উদ্দিন এবং সহেলকে গ্রেফতার করে। পুলিশ ও নির্যাতিত নারী জানান, শনিবার রাত ১টার দিকে ঘরে দরজা ভেঙ্গে কয়েকজন যুবক ওই নারীর ঘরে ডুকে আলো নিভিয়ে দেয়। এক পর্যায়ে বিধবা নারীকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে দলবেঁধে ধর্ষণের করে জামাল উদ্দিন ও সহেলসহ আরও ৫ যুবক। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই নারীকে ঘরের পাশে রেখে পালিয়ে যায় তারা। পরে হাত-পা বাঁধা গুরুতর আহত অবস্থায় রোববার সকালে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারী এখনও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, দলবেঁধে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৭৫ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন অপরাধধর্ষণলক্ষ্মীপুর