এবার হজে ৭০ ভাগই হাজি প্রবাসীরা এবার হজে ৭০ ভাগই হাজি প্রবাসীরা ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০ সৌদি আরব থেকে আবদুল কাদের: চলতি বছর মহামারি করোনা পরিস্থিতির মধ্যদিয়েই পালিত হতে যাচ্ছে পবিএ হজ। তবে, শুধুমাত্র সৌদিতে বসবাসকারী সৌদি নাগরিক ও প্রবাসীদের হজ পালন করার অনুমতি দিয়েছে দেশটির সরকার। এদিকে পবিএ হজ পালন করার জন্য ও হজের রীতিনীতি পালন করার সিরিয়াল পাবার জন্য সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। ইতোমধ্যেই চালু করা হয়েছে প্রবাসীদের জন্য হজের রেজিস্ট্রেশন। সৌদিতে হজ-ওমরাহ মন্ত্রী সোমবার তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই বছর হজ করতে আগ্রহীদের জন্য নিবন্ধকরণ চালু করেছে। মোট ১০ হাজার হজযাত্রীর মধ্যে ৭০শতাংশই সৌদিতে বসবাসকারী প্রবাসীরা হবেন আর সৌদি নাগরিক ৩০ শতাংশ থাকবে। সৌদিদের মধ্যে করোনা (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে ওঠেছে এমন স্বাস্থ্যবিধি ও সুরক্ষা কর্মীদের এই বছর হজ পালনের অনুমতি দেয়া হবে। সৌদিতে বর্তমানে অবস্থানরত প্রবাসীদের হজ পালনের জন্য রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত হজের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন প্রবাসীরা। রেজিস্ট্রেশনের পরে তাদের সাথে যোগাযোগ করা হবে ও হজের রীতিনীতি পালন করার জন্য তাদের সম্ভাব্য তারিখ ও সময় জানাবে কর্তৃপক্ষ। সৌদি আরবে চলতি বছরের হজের জন্য ইতোমধ্যেই সকল নিয়ম-কানুন ও সতর্কতার নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। এরই মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেজিস্ট্রেশন করা সকল হাজিদের গ্রুপে গ্রুপে বিভক্তের সিরিয়াল অনুযায়ী হজের রীতিনীতিগুলো পালন করার সুযোগ দেয়া হবে। বিশেষত তাওয়াফ, সাই ও পাথর নিক্ষেপ এর সময় এই শিডিউল কড়াকড়িভাবে পালন করা হবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৪৭১ শেয়ার করুন ইসলাম শেয়ার করুন