এবার ১০ ভাষায় হজের খুতবা অনুবাদ এবার আরাফাত দিবসে ১০ ভাষায় পবিএ হজের খুতবা অনুবাদ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ সৌদি আরব থেকে আবদুল কাদের: এ বছর আরাফাত দিবসে ১০টি ভাষায় পবিএ হজের খুতবা অনুবাদ করা হবে। যাতে ইসলামের বার্তা সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। হারামাইন শরিফাইনের সাধারণ সম্পাদক প্রেসিডেন্সির প্রধান শেখ আদুল রহমান আস-সুদাইস, এ বছর হজ মৌসুমের জন্য প্রেসিডেন্সি পরিকল্পনার ওপর বার্ষিক মিডিয়ার ব্রিফিং চলাকালীন সময় এমনই ইঙ্গিত করেছেন। আস-সুদাস বলেন, তিনি ৫ থেকে ১০ ভাষা পর্যন্ত খুতবা অনুবাদে ব্যবহৃত ভাষার সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এ বছরের খুতবা দশটি ভাষায় দেয়া হবে- বাংলা, ইংরেজি, মালয়,উর্দু, ফার্সি, ফরাসি, চীনা, তুর্কি, রাশিয়ান ও হাউসা। এটি আরাফাতের ধর্মোপদেশ আবেদনের পাশাপাশি হারামাইন প্লাটফর্মেও পাওয়া যাবে। আস-সুদাইস ইঙ্গিত করেছন ডমযে প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় এবং তৃতীয় বছর ধরে এটি বহন করতে রাজ্যটি প্রস্তুত। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৩১৩ শেয়ার করুন ইসলাম শেয়ার করুন খুতবা অনুবাদসৌদিআরবহজ পালন