ফাইল: ছবি পাপুলের ২১ দিনের আটকাদেশ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০ মানব ও অর্থ পাচার এবং অবৈধ লেনদেনের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলকে ২১ দিনের জন্য আটকাদেশ দিয়েছেন দেশটির আদালত। বুধবার (২৪ জুন) তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। খবর আরব টাইমসের। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাংসদ পাপুলকে ২১ দিনের জন্য আটকের সিদ্ধান্ত দিয়েছেন কুয়েতের অ্যাটর্নি জেনারেল। এর পাশাপাশি মামলায় অন্য আসামিদেরও আটকাদেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউটর। এ সময় আটর্নি জেনারেল পাপুলের সঙ্গে ঘুষ লেনদেনে জড়িত অপর কুয়েতি কোম্পানির মালিককে দুই হাজার দিনার জামিনে মুক্তির আদেশ দেন। মানব ও অর্থপাচারের অভিযোগে কাজি শহীদ ইসলাম পাপুলকে গত ৬ জুন কুয়েতে গ্রেফতার করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছে। কুয়েতের দুই সরকারি কর্মকর্তা ও এক স্থানীয়কে ভিসা বাণিজ্যের জন্য বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার বিষয়টি পাপুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) থাকা পাপুলের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৬১ শেয়ার করুন রাজনীতি শেয়ার করুন