এ বছর হজ পালনের নির্দেশনা

এ বছর হজ পালনের নির্দেশনা

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

সৌদি আরব থেকে আবদুল কাদের: চলতি বছরের পবিত্র হজ পালন হতে যাচ্ছে। বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে সবার পরামর্শে গত জুন মাসে ঘোষণা অনুযায়ী শুধুমাত্র সৌদিতে অবস্থানরত সৌদির নাগরিক এবং প্রবাসীদের নিয়ন্ত্রিতভাবে সীমিত পরিসরে হজ পালনের অনুমতি দেয়া হয়।

সেই সাথথে ঘোষণাপএে উল্লেখ থাকে যে, বর্হিবিশ্ব থেকে হজযাএীরা এ বছর হজের জন্য আসতে পারবেন না। কিন্তু সুন্দর ও নিরাপদভাবে যেন চলতি বছরের হজ পালন করা যায় সে জন্যে হাজিদের জন্য বেশকিছু নির্দেশনার ঘোষণা জারি করে সৌদি সরকার।

  • নির্দেশাগুলো তুলে ধরা হলো__

তাওয়াফ, সাই এবং পাথর নিক্ষেপ এর জন্য হাজিদেরকে গ্রুপে বিভক্ত করে শিডিউল অনুযায়ী এসকল রীতি পালন করার সুযোগ দেয়া হবে। হজের রীতি পালন করার সময় সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।


হাজিরা কাবা শরীফ ও কাবা শরীফের হাজরে আসওয়াদ স্পর্শ করতে পারবেন না। এগুলো থেকে হাজিদের দুরত্ব বজায় রাখার জন্য ব্যারিয়ার বসানো থাকবে।


পবিত্র জায়গাগুলোতে প্রবেশ ও গমনের জন্য নির্দিষ্ট পথ রাখা হবে।


হাজিরা তাঁদের খাবার ও পানীয় আনতে পারবেন না। সকল হাজির জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হবে খাবার ও পানীয়।


মসজিদের কার্পেট তুলে নেয়া হয়েছে, হাজিরা নিজ নিজ জায়নামাজ নিয়ে নামাজ পড়তে আসতে হবে।


স্বাস্থ্যবিধি মেনে জমজম এর পানি সরবরাহ ও বিতরণ করা হবে।


সকল হাজিকে জীবানুমুক্তকরন সামগ্রী দেয়া হবে, যার মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু পেপার সহ আরো কিছু সুরক্ষা জিনিস থাকবে।


হজ এর সকল রীতিনীতি পালন করার সময় সকল হাজির মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।


ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন।