কমলনগরে প্রতিবন্ধীর লাশ উদ্ধার কমলনগরে প্রতিবন্ধীর লাশ উদ্ধার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০ মো. আব্দুর রহমান (বিশ্বাস): লক্ষ্মীপুরের কমলনগরে সুমন (৬) নামে এক বাক-প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টায় উপজেলার চর মার্টিন ইউনিয়নের উত্তর পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন ময়লার গর্তে তার লাশ পাওয়া যায়। জানা গেছে, শিশু সুমন বাক-প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ছিল। সুমন মার্টিন ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের প্রবাসী আব্দুস সহিদের বড় ছেলে। সোমবার সুমন ও তার মা প্রতিবন্ধী ভাতা নিবন্ধনের জন্য এই বিদ্যালয়ের আসেন।কিন্তু প্রচন্ড ভিড়ের ভিতরে সুমন তার মায়ের হাত থেকে ছিটকে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। এরপর মঙ্গলবার দুপুরে সুমনের মা বিদ্যালয়ের আঙ্গিনায় তাকে খোঁজ গিয়ে বিদ্যালয়ের পিছনে ময়লার এক গর্তে সুমনের লাশ দেখতে পান। পরে এলাকাবাসী কমলনগর উপজেলা ফাঁড়ি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে এবং কোনো অভিযোগ না পাওয়ায় সাধারণ ডাইরি করেন। পরে ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া, ইউপি সদস্য নুরুল ইসলাম ও এলাকাবাসীর উপস্থিতে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করেন। এদিকে ৬ বছরের শিশু সুমনের এই অকাল মৃত্যুতে তার পরিবারের নেমে আসে শোকের ছায়া। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৭৭ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন বাক-প্রতিবন্ধীলাশ উদ্ধার