করোনাযুদ্ধে পরাজয় ২৭ চিকিৎসক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২০ করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ২৭ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ নারী চিকিৎসকও রয়েছে। এর বাইরে করোনা (কোভিড-১৯) উপসর্গে আরও ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গে আক্রান্ত হয়েছেন দেশের কয়েক হাজার চিকিৎসক। অভিযোগ উঠেছে করোনা সংকটের মাঝে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এসব যোদ্ধাদের কেউ কেউ শেষ মুহূর্তে যথাযত চিকিৎসা পাননি। কয়েক হাসপাতাল ঘুরলেও তাদের ভর্তিই করা হয়নি বলে অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি জানান, বাংলাদেশে এ নিয়ে করোনাভাইরাস সংক্রমণে ২৭ জন চিকিৎসক প্রাণ হারালেন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচজন চিকিৎসক। করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজারের উপর চিকিৎসক। করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসকদের মধ্যে সর্বপ্রথম মারা যান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। ১৫ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. মঈন শেষ মুহূর্তে এয়ার এম্বুলেন্স চেয়েও পাননি বলে অভিযোগ রয়েছে। গত ১২ মে মারা যান প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৮ জুন মারা যান রাজধানীর বেসরকারি ল্যাবএইড হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগ কনসালটেন্ট ডা. শাখাওয়াত হোসেন মারা গেছেন। ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের একজন কনসালটেন্ট অধ্যাপক ডা. জলিলুর রহমান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জুন। ৮ জুন বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের মালিক, বিশিষ্ট চিকিৎসক আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে মারা গেছেন। কয়েক হাসপাতাল ঘুরেও তিনি চিকিৎসা পাননি বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও গত ৩ মে করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হেমাটোলজিস্ট কর্নেল (অব.) অধ্যাপক ডা. মনিরুজ্জামান মারা গেছেন। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৫৭ শেয়ার করুন গণমাধ্যম শেয়ার করুন