করোনার কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবি ইরানের

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

করোনা চিকিৎসায় কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছেন ইরানের এক দল চিকিৎসক। ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা আক্রান্ত রোগীদের ওপর রেসিজেন নামের ওষুধটি প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে বলে দাবি করেছেন তারা।

ইরানের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধটি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও লিউকেমিয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

মেডিকেল সায়েন্সের অধ্যাপক আলি আকবর বেলায়েতির নেতৃত্বে একটি প্যানেল এই ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করে। রেসিজেন ব্যবহারে করোনা রোগীদের সুস্থতার হার পাঁচ গুণ বেশি বলে জানান বেলায়েতি।

করোনায় শনাক্তের পর ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে ছিলেন অধ্যাপক বেলায়েতি। করোনা রোগের চিকিৎসায় ব্যবহৃত অন্যতম ওষুধ রেসিজেন, যেটি রোগীর ওপর অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।

মেডিকেল সায়েন্সের এই অধ্যাপক বলেন, আমরা করোনা বিরুদ্ধে লড়াইয়ে একটি ভ্যাকসিন উপস্থাপন করতে যাচ্ছি, যেটি রোগীদের মৃত্যুর হার কমিয়ে আনতে অনেক ভূমিকা পালন করবে। সূএ: রয়টার্স

ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ