করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি বেলায়েত হোসেন খান মারা গেছেন। সোমবার (৮ জুন) দিনগত রাতে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি জানান, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের করোনা পজিটিভ আসায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১২৮ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন