করোনায় আক্রান্ত মোহেনা কুমারী ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুন ২, ২০২০ বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়’ এর অভিনেত্রী মোহেনা কুমারী ও পরিবারের ৬ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা সবাই হাসপাতলে আইসোলেশনে ভর্তি হয়েছেন। আক্রান্তরা হলেন- মোহেনা কুমারি, তার শ্বশুর, শাশুড়ি, জা, ৫ বছরের ছোট্ট শিশু-সহ আরও ২ জন আক্রান্ত করোনায়। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ৩১ মে মোহেনা কুমারির শ্বশুরবাড়ির ৬ জনকে ঋষিকেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মোহেনা জানান, তার পরিবারের ৬ জন করোনা পজিটিভ। প্রথমে জ্বর আসে তাদের। তারপর অসুস্থতা বাড়তে শুরু করে ক্রমশ। তবে মোহেনা কুমারির ভাসুর করোনায় আক্রান্ত হননি। তার রিপোর্ট চলে এসেছে। সেখানেই জানা যায়, তিনি পজিটিভ নন। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১২৭ শেয়ার করুন বিনোদন শেয়ার করুন