করোনায় আরও এক পুলিশের মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ মহামারি করোনার (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মোহাম্মদ আলমগীর হোসেন মারা গেছেন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে করোনাযুদ্ধে শহীদ হলেন ১৯ পুলিশ সদস্য। সোমবার (৮ জুন) দুপুরে এক ক্ষুদেবার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। এ বিষয়টি পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সর্বশেষ ৭ জুন সকাল পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৮২৮ জন সদস্য আক্রান্ত হয়েছেন। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৫৯ শেয়ার করুন জাতীয় শেয়ার করুন