দেশে করোনা আক্রান্ত ২০ হাজার ছাড়াল, মৃত্যু ২৯৮  

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত ২০ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছে এবং এ ভাইরাসে মারা গেছে ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১২০২ জনের করোনা শনাক্ত এবং আরও ১৫ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে দেশে করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষার হার বেড়েছে। ফলে নতুন করে করোনা শনাক্তও বেড়েছে।

নাসিমা সুলতানার দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৫৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১২০২ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।

আরও ১৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৮ জনে। নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজন পুরুষ এবং আটজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, নতুন করে ২৭৯ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।