করোনায় দেশে আজও ৩৭ জনের মৃত্যু করোনায় দেশে আজও ৩৭ জনের মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০ প্রাণঘাতী করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৫৯৫ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন আরও ৩৭ জন। দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। নতুন করে মৃত ৩৭ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারানোর তালিকায় যোগ হলো মোট ৩ হাজার ৬৯৪ জন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে প্রকাশিত করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের সংখ্যা পাওয়া গেছে। এছাড়া, পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০. ৪৬। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২২৯ শেয়ার করুন করোনা আপডেট শেয়ার করুন করোনাভাইরাস আপডেট