করোনাভাইরাস করোনায় নতুন মৃত্যু ৩৩,শনাক্ত ৩১৬৩ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন দুই হাজার ৪২৪ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৩ জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। মঙ্গলবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৯টি ল্যাবে ১৩ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৬৩ জন জনের করোনা শনাক্ত হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে আক্রান্ত ও মৃতরে সংখ্যা। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৫০ শেয়ার করুন করোনা আপডেট শেয়ার করুন করোনাভাইরাসবাংলাদেশ