করোনায় স্বাস্থ্যসচিবের স্ত্রীর মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয়। রাতে সচিবের পিএস খন্দকার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ১০ জুন সিএমএইচে ভর্তি হন কামরুন্নাহার। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ২০৬ শেয়ার করুন স্বাস্থ্য বাতায়ন শেয়ার করুন