করোনা ঝুঁকিতে বাগেরহাটে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডা: শিহান মাহমুদ করোনা ঝুঁকিতে বাগেরহাটে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডা: শিহান মাহমুদ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ সাগর মল্লিক (বাগেরহাট প্রতিনিধি): মহামারি করোনার (কোভিড-১৯) মাঝেও ঝুঁকি নিয়ে পুরোদমে বাগেরহাটের মানবসেবার কাজ করে যাচ্ছেন ডা. শিহান মাহমুদ। ডা. শিহান মাহমুদ একজন শিশু রোগ বিশেষজ্ঞ। করোনা যোদ্ধা হিসেবে তিনি দিনরাত মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন বিরামহীনভাবে। অনেক চিকিৎসক করোনা দুর্যোগ সময়ে যেখানে তাদের চেম্বার বন্ধ রেখেছেন সেখানে তিনি নিয়মিত চেম্বারে রোগী দেখছেন। এমনকি চেম্বারের বাইরেও তিনি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত যেখানে অসুস্থ শিশু রোগীর খোঁজ পাচ্ছেন, সেখানেই ছুটে যাচ্ছেন তিনি। পাশাপাশি করোনাকালীন অসহায় গরীব মানুষকে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী দিয়েছেন। করোনাভাইরাস সম্পর্কে শিশুদের বাবা-মাকে সর্বদায় সচেতনতা করছেন করে যাচ্ছেন তিনি। এ বিষয়ে ডাক্তার শিহান মাহমুদ’র সাথে কথা হলে তিনি জানান, করোনার ভেতর ও প্রতিনিয়ত বাগেরহাট সদর হাসপাতালে রুগি দেখার পরবর্তী সময়ে আমার নিজের চেম্বারে সবসময় রুগি দেখছি। পাশাপাশি দরিদ্র অসহায় যারা রয়েছেন; এই করোনাকালে তাদের পাশে থাকাটাকে বড় কর্তব্য বলে আমি মনে করি। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১২৪ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন ডা. শিহান মাহমুদবাগেরহাট