করোনা থেকে বাঁচতে স্বর্ণের মাস্ক করোনা থেকে বাঁচতে স্বর্ণের মাস্ক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০ করোনার (কোভিড-১৯) থেকে বাঁচতে বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। মাস্ক পরলে এর বিস্তার কম হয়। ফলে বিশ্বের অনেক দেশ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তবে ভারতের এক ব্যক্তির শখ তাতে পূরণ হয়নি। নিজের জন্য স্বর্ণ দিয়ে মাস্ক বানিয়ে নিয়েছেন। বিশেষ কায়দায় ছিদ্র করে তা দিয়ে শ্বাস নেওয়ার কাজ চললেও এটি ব্যবহারে জীবাণু থেকে সুরক্ষা মিলবে কিনা তা স্পষ্ট নয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওই ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্বর্ণের মাস্ক তৈরি করে আলোচনায় আসা ওই ব্যক্তির বাড়ি ভারতের মহারাষ্ট্রের পুণে জেলায়। নাম শঙ্কর কুরাদে। তিনি অর্ডার দিয়ে বানিয়েছেন এই মাস্ক। পুরোটি তৈরিতে তার ব্যয় হয়েছে দুই লাখ ৮৯ হাজার রুপি। শঙ্কর বলেন, ‘এটা স্বর্ণ দিয়ে তৈরি হলেও আসলে খুবই হাল্কা। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ফুটো রয়েছে। যার ফলে আমার শ্বাস নিতে কোনও সমস্যা হয় না।’ তবে এই মাস্কের করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষমতা নিয়ে নিজেও নিশ্চিত নন তিনি। শঙ্করের ছবি দেখলেই বোঝা যায় তিনি সোনার গয়না কতটা পছন্দ করেন। ভিডিওতে তাকে গলায় মোটা স্বর্ণের হার, ব্রেসলেট, আঙুল ভর্তি আংটি দেখা গেছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৫৬ শেয়ার করুন আন্তর্জাতিক শেয়ার করুন