করোনা প্রতিরোধে তিনটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে ভারত করোনা প্রতিরোধে তিনটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে ভারত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২০ এই মুহূর্তে ভারত করোনাভাইরাস প্রতিরোধে তিনটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে। টিকাগুলো ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। আইসএমআরের মহাপরিচালক বলরাম ভারগাভা বলেন, ‘বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন স্তরে আমাদের ভারতীয় তিনটি টিকা রয়েছে। এগুলোর মধ্যে ভারত বায়োটেক ও জাইদাস সাদিলার ডিএনএ টিকা প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপ শুরু করবে এবং তৃতীয়টি হচ্ছে অক্সফোর্ডের টিকা।’ তিনি বলেন, ‘সিরাম ইনিস্টিটিউট অব ইন্ডিয়া উৎপাদিত অক্সফোর্ডের টিকাটি দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে, যেটি এক সপ্তাহের মধ্যে ১৭টি এলাকায় শুরু হবে।’ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় শীর্ষ সংক্রমণের দেশগুলোর তালিকায় ভারত তৃতীয়। দেশটিতে এ পর্যন্ত ৩৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৬৫ শেয়ার করুন স্বাস্থ্য বাতায়ন শেয়ার করুন করোনাভাইরাস টিকা