কর্মস্থলে ফিরলেন করোনা জয়ী ওসি আরিফুর রহমান

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০

বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান করোনা (কোভিড-১৯) মুক্ত হয়ে ১ মাস পর কাজে ফিরেছেন। এর আগে, দায়িত্ব পালন করতে গিয়ে করেনায় আক্রান্ত হয়ে তিনি ১ মাস হোম আইসোলেশনে ছিলেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে করোনাভাইরাস মুক্ত হয়ে ফের কাজে যোগ দিলে থানায় কর্মরত পুলিশ সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য; নিজ কর্মস্থলে যোগ দেয়ার আগে বুধবার সকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে করোনা জয়ী (ওসি) মো. আরিফ রহমানকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।