কাবা শরিফের নতুন গিলাফ বদলানো হবে ৯ জিলহজ্ব কাবা শরিফের নতুন গিলাফ বদলানো হবে ৯ জিলহজ্ব ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ সৌদি আরব থেকে আবদুল কাদের: মুসলমানদের ফরজ পঞ্চম স্তম্ভের মধ্যে হজ একটি স্তম্ভ। যা ধনবান ব্যক্তির ওপরে ফরজ হয়ে থাকে। প্রতিবছর পবিত্র আরাফাতের দিন পবিএ কাবা’র গিলাফ নতুন প্রতিস্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো আরাফাতের দিন এবার বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠিক করা হয়েছে। পুরোনা গিলাফটি টুকরো টুকরো করে বিভিন্ন মুসলিম রাজ্যের রাস্ট্রপ্রধান ও ইসলামিক স্কলারদের উপহার দেয়া হয়। পবিত্র এই গিলাফটি ৬৭০ কেজি খাঁটি সিল্কের সমন্বয়ে গঠিত, যা কালো রংয়ের। এতে ১২০ কেজি সোনার সুতো এবং ১০০ কেজি রৌপ্য রয়েছে। এটি ৪৭ টি টুকরোতে তৈরি করা হয়। আগামী বৃহস্পতিবার নতুন কভারটি পুনর্নির্মাণে প্রায় ১৬০ জন কারিগর এবং প্রযুক্তিবিদ অংশ নেবেন। তথ্য: সৌদি গেজেট ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৬৭১ শেয়ার করুন ইসলাম শেয়ার করুন কাবা শরিফের নতুন গিলাফ