কামাল লোহানী আর নেই ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী’র ইন্তেকাল। রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। জানা গেছে বার্ধক্যজনিত সমস্যার চিকিৎসার মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ফুসফুস ও কিডনি জটিলতা নিয়ে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনার সংক্রমণ ধরা পড়ে বলে তার বড় মেয়ে বন্যা লোহানী জানিয়য়েছে। বন্যা লোহানী বলেন, বাবাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করাতে চাই। পরিবারের তরফ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করছি। ৮৬ বছর বয়সী কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন দীর্ঘদিন ধরে। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৩০২ শেয়ার করুন সাহিত্য সাময়িকী শেয়ার করুন