কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য অমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য অমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সন্তানদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপর প্রেসক্লাবের সামনে শহরে প্রধান সড়কের পার্শ্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা কমিটি আয়োজনে এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মো. মামুন, তাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বশির মাস্টার, সাহাব উদ্দিন প্রমুখ। তাঁরা বলেন, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে। তারা দেশের স্বাধীণতাকে অস্বীকার করে। এদের ঠাঁই বাংলার মাটিতে হবেনা। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা একযোগে তাদের প্রতিহত করবে বলে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৮৬ শেয়ার করুন মানববন্ধন ও সমাবেশ শেয়ার করুন কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য অমাননালক্ষ্মীপুরে মানববন্ধন