কোভিড ১৯-এ সাহসী ভূমিকা রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক মনির ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে করোনাকালে (কোভিড-১৯) সাহসী ভূমিকা রাখায় দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনিরকেসহ বিভিন্ন সংগঠনের ৫৩ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেস্বর) বিকেলে শেখ রাসেল’র ৫৮তম জম্মদিন উপলক্ষ্যে স্থানীয় টাউন হল মিলনায়তনে ‘আমরা ক’জন মুজিব সেনা’ সংগঠনের আয়োজনে এ সম্মাননা দেয়া হয়। এ সময় দৈনিক সমকাল পত্রিকা এবং একাত্তর টিভির জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনিরকে সংগঠনটির পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এতে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও সংগঠনের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা এ এফ জসীম উদ্দীন আহমেদ। অনুষ্ঠান শেষে প্রমাণ্য চিত্র “হাসিনা: এ ডটার’স টেল” প্রদর্শন করা হয়। এর আগে সংগঠনটির জেলা শাখার সদস্য সভা পরিচালক কবি মোস্তবা আল মামুনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা এ এফ জসীম উদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, কে এম ইকবাল মনি, সিকদার আরাফাত হোসেন সবুজ, মো. আব্দুর রব বাবু। বক্তারা ধর্মীয় উগ্রবাদীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার না করে মানুষের কল্যাণে ঈমানী দায়িত্ব পালন করুন। বঙ্গবন্ধু ছিলেন একজন মানবিক নেতা। শেখ রাসেলের শরীরে তারই রক্ত প্রবাহিত ছিল। বক্তারা আরও বলেন- এখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃতে উন্নত সম্মৃদ্ধশালী বাংলাদেশ গঠনের পথে বাংলাদেশ। তাই তার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান বক্তারা। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৫১ শেয়ার করুন গণমাধ্যম শেয়ার করুন লক্ষ্মীপুরসমকাল প্রতিনিধিসম্মাননা পুরস্কার