কোম্পানীগঞ্জের আসন্ন বসুরহাট পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জেজ উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্বরে পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) প্রতিরোধে একজন মানবিক জনপ্রতিনিধি হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন জনাব আব্দুল কাদের মির্জা। যেকোনো সময় জনপ্রতিনিধি হিসেবে রাত-দিন সমানভাবেই দায়িত্ব পালন করেছেন।সবদিক থেকে আব্দুল কাদের মির্জা পৌর পিতা হিসেবে অনন্য উচ্চতায়। সভায় বক্তারা আসন্ন পৌর নির্বাচনে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে পুনঃরায় নির্বাচিত করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- বসুরহাট পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নুর হোসেন ফরহাদ, মোশারেফ হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, বসুরহাট পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার মুরাদ,সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মুক্তা প্রমুখ। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৭২ শেয়ার করুন ফিচার শেয়ার করুন আওয়ামী লীগের বর্ধিত সভাবসুরহাট-কোম্পানিগঞ্জ