কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছর শিশু কণ্যার মৃত্যু কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছর শিশু কণ্যার মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে লামিয়া নামের দেড় বছরের এক শিশুকণ্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চরহাজারী ৫ নং ওয়ার্ডের দেওয়ান আলী পাটোয়ারী বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এলাকার মালুম’র গো বাড়ীর রিপন মিয়ার মেয়ে। স্থানীয় সূত্র জানায়, নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে এসেছিলো লামিয়া।সকালে বাড়িতে খেলা করছিলো সে। এক পর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে লামিয়ার ভাসমান দেহ উদ্ধার করেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু লামিয়াকে মৃত ঘোষণা করে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৩২ শেয়ার করুন অস্বাভাবিক দুর্ঘটনা শেয়ার করুন নোয়াখালী-কোম্পানিগজ্ঞপানিতে ডুবে মৃত্যু