কোম্পানীগঞ্জে বিএনপি নেতা 'ফখরুল'র বাড়িতে মওদুদ গ্রুপের হামলা

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ‘ফখরুল’র বাড়িতে মওদুদ গ্রুপের হামলা

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিএনপি নেতা ফখরুলের বাড়িতে মওদুদ গ্রুপ এর হামলার ঘটনা ঘটে। এ সময় তারা ফখরুলের বাড়ি ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছে।

জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট সংলগ্ন বিএনপি নেতা মোহাম্মদ ফখরুল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামছুদ্দিন হায়দার, খালেদ সাইফুল্লাহ ও শাহীনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ বিএনপি সমর্থকের একটি সংঘবদ্ধদল লাঠি ও রড নিয়ে বিএনপি নেতা ফখরুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তার বাড়ির কাঁচের দরজা ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছেন। পরে স্থানীয় এলাকাবাসী বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

বিএনপি নেতা কাজী একরাম ও জসিম উদ্দিন আলমগীর জানান,  আজ (শনিবার) সন্ধ্যার দিকে আমরা মোহাম্মদ ফখরুল ইসলাম’র বাসায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার’র নেতৃত্বে আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া পরিবেশে এক আলোচনা সভায় মিলিত হই।

এক পর্যায়ে খালেদ সাইফুল্লাহ, বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের হৃদয়’র নেতৃত্বে ফখরুল’র বাড়িতে হামলা চালিয়ে তার বাসার কাঁচের দরজা ও একটি মোটরসাইকেল ভাংচুর করে।

এ ব্যাপারে মোহাম্মদ ফখরুল ইসলাম’র সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৪ সেপ্টেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদ’র বাড়ীতে মওদুদ ঘোষিত কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আমাকে প্রতিহত করার জন্য একটি রেজুলেশন তৈরী করে।

তারই ধারাবাহিকতায় ২৪ঘণ্টা যেতে না যেতে ব্যারিস্টার মওদুদ আহমদ’র ইন্দনে কামাল উদ্দিন চৌধুরী ও মাহমুদুর রহমান রিপনের নির্দেশে মওদুদ ঘোষিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুদ্দিন হায়দার ও সাবেক কাউন্সিলর নুর নবী সবুজের ছেলে সোহানের নেতৃত্বে আমার বাড়িতে হামলা ও ভাংচুর করে।

মওদুদ ঘোষিত কমিটির উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন জানান, জামায়াত নেতা ফখরুল ইসলামের বাড়ীতে নুরুল আলম সিকদার’র নেতৃত্বে একটি গোপন বৈঠক বসে।

বৈঠকে জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন ও নুরুল আলম সিকদার’র মাঝে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করতে গিয়ে ফখরুলের বাড়ী ভাংচুর হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।