কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদে রশিদ ছাড়া চলছে ট্রেড লাইসেন্স বাণিজ্য কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদে রশিদ ছাড়া চলছে ট্রেড লাইসেন্স বাণিজ্য ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদে রশিদ ছাড়া ট্রেড লাইসেন্স বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, চরএলাহী বাজারের মেসার্স মা বাবার দোয়া ডিষ্ট্রিবিউশন পয়েন্ট ব্যবসাপ্রতিষ্ঠানে স্বত্বাধিকারী আরমান হোসেন গত ৬ সেপ্টেম্বর তারিখে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স করার জন্য গেলে পরিষদ উদ্যোক্তা ও গ্রাম আদালত মুহুরী মো. রাসেল তার কাছ থেকে ব্যাটসহ ১১৫ টাকার পরিবর্তে ৫০০ টাকা দাবী করে। ব্যবসায়ী আরমান ৫০০ টাকা না দেওয়ায় তাদের ট্রেড লাইসেন্স না দিয়ে ফেরত পাঠায়। পরদিন ৫০০ টাকা দিয়ে মেসার্স মা বাবার দোয়া ডিষ্ট্রিভিউশন পয়েন্ট প্রতিষ্ঠানের মালিককে ট্রেড লাইসেন্স নিতে হয়েছে।এভাবে গত ৩ বছর যাবৎ প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে রশিদ ছাড়া অতিরিক্ত টাকা নিয়ে ট্রেড লাইসেন্স দেওয়ার অভিযোগ রয়েছে। আরমান হোসেন মুঠোফোনে জানায়, আমি ট্রেড লাইসেন্স হাতে পেয়ে স্বাক্ষর নেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে যাই। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে চেয়ারম্যানকে জানানোর পরেও উনি কোনও ব্যবস্থা নেয় নি। উলটো আমাকে দোষারোপ করে। এ ব্যাপারে রাসেলের সাথে মুঠোফোনে আলাপ করা হলে সে জানায়, আমাকে নির্দেশ দেওয়ায় আমি অতিরিক্ত টাকা নিয়াছি। কে নির্দেশ দিয়েছে? এমন প্রশ্ন করা হলে সে কারো নাম বলতে অস্বীকার করে সাথে সাথে মুঠোফোনের লাইন কেটে দেয়। এ ব্যাপারে চরএলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে মুঠোফোনে আলাপ করা হলে তিনি বলেন, অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে কিনা! তা আমি জানিনা। অতিরিক্ত টাকা নেওয়ার সময় কেউ আমাকে বলে নি। তবে কেউ অবগত করলে তা আমি সাথে সাথে ব্যবস্থা নিতাম। তারপরও কেউ অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিব। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৫৫ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন ট্রেড লাইসেন্স বাণিজ্যনোয়াখালী-কোম্পানিগঞ্জরশিদ ছাড়া