ফাইল: ছবি কোরবানীর হাটই হতে পারে করোনার নতুন বিস্ফোরক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০ চলমান করোনা পরিস্থিতির মাঝে যদি কোরবানির জন্য আবারও পশুর হাট বসানো হয় তাহলে নতুন করে আরও ভয়ংকররুপে ভাইরাসটির সংক্রমণ হতে পারতে বলে আশংকা করছেন মহামারী বিশেষজ্ঞ ও আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। গরুর হাট বসলে সংক্রমণের বিস্ফোরণ ঘটতে পারে। মাংস বণ্টনের সময়ও সংক্রমণ ছড়াবে। এ নিয়ে এখন ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনকে আলেম-ওলামাদের নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতিতে কোরবানি না দিয়ে সেই টাকা অসহায়দের মধ্যে দান করে দেওয়া যায় কিনা সেটা দেখতে হবে। তিনি আরও বলেন, ঈদুল ফিতরে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হয়নি। সারা দেশের মানুষ ফেরিঘাটে জড়ো হয়েছেন। সেখান থেকে করোনা নিয়ে গ্রামে ফিরেছেন। সংক্রমণ বাড়িয়েছেন। তাই কোরবানির ঈদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১০৭ শেয়ার করুন ফিচার শেয়ার করুন