ফাইল: ছবি গাজীপুরে স্ত্রী খুন, স্বামী আটক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০ গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে পারিবারিক বিরোধের জেরে এক স্ত্রী ফিরোজা (৪৫) খাতুনকে হত্যার অভিযোগে তার স্বামী সুরুজকে আটক এবং নিহতার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ( ২৫ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে শহরের কাশিমপুরের রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান। নিহত ফিরোজা খাতুন (৪৫) ময়মনসিংহ জেলা তারাকান্দা থানার বালা নয়াপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুরুজ মিয়ার স্ত্রী। ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, সুরজ তার তৃতীয় স্ত্রী ফিরোজাকে নিয়ে রওশন মার্কেট এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।ফিরোজা বাড়িতে বুয়ার কাজ করতেন। আর সুরুজ পেশায় ছিলেন দিনমজুর।বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সুরুজ ঘরে থাকা শীল( শিল পাটার শিল) দিয়ে ফিরোজার মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ফিরোজা মারা যান। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৬৪ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন