ঘুমের ওষুধ খাইয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

সাভার সংবাদদাতা: ঢাকার আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন রিক্সাচালককে আটক করেছে পুলিশ। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: সামিউল ইসলাম।

তিনি বলেন, শনিবার (২০ জুন) গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন কোন্ডলবাগ এলাকা থেকে রিক্সাচালক বকুল মিয়াকে আটক করা হয়। আটক বুকল মিয়া (৪০) নাটোর জেলা লালপুর এলাকার মজিবুর রহমানের ছেলে।

তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন কোন্ডলবাগ এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থেকে রিক্সা চালাতেন।

এসআই সামিউল ইসলাম জানায়, ওই শিশুর বাবা ও মা দু’জনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মত গত শনিবার তাদের দুই শিশুকে রেখে কারখানায় কাজে যান। এই সুযোগে তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া বকুল মিয়া কৌশলে ওই শিশুদের ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

বাবা-মা কারখানা থেকে ফিরে শিশুদের অসুস্থ দেখতে পেলে নিজেরাই প্রাথমিক জিজ্ঞাসা দেয়। পরে শিশুরা জানায়, বকুল মিয়ার দেয়া খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল। বিষয়টি জানাজানি হলে অন্যান্য ভাড়াটিয়ারা বকুলকে আটক করে থানায় খবর দেয়।

ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় মধ্য রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় বকুল মিয়াকে গ্রেফতার দেখায়।

শিশুকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

 

ভুলুয়াবিডি/এএইচ