চট্টগ্রামের দায়িত্বে শাহাজাহান

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২

ডেস্ক নিউজ: দলীয় কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় টিম গঠন করেছে বিএনপি। এই টিমগুলোর নেতৃত্বে আগামি ২২ আগস্ট থেকে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সভা, সমাবেশ, মিছিল কর্মসূচি পালন করবে স্থানীয় বিএনপি।

বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলা জেলা বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কর্মী নিহত, দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হবে।

এরইমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি টিম লিডারদের কাছে পাঠানো হয়েছে। চট্টগ্রাম বিভাগে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহানকে টিম লিডার করা হয়েছে।

এদিকে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা ঠিক করতে আজ শুক্রবার সকালে বিভাগীয় টিমের প্রথম সভা আহবান করা হয়েছে। দলীয় কার্যালয় নাসিমন ভবনে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হবে।

এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মনিটরিং টিমের প্রধান মোহাম্মদ শাহাজাহান বলেন, আমাকে বিভাগীয় টিম লিডারের দায়িত্ব দেয়া হয়েছে।

কেন্দ্র জনবান্ধব ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি ঠিক করেছে। কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালনের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখা হবে। কিভাবে আরো সুশৃঙ্খলভাবে কর্মসূচিগুলো সফল করা যায় সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব।

বিএনপির বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে, ঢাকা বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, কুমিল্লা বিভাগের নেতৃত্ব দেবেন ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, রংপুর বিভাগের নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ, রাজশাহী বিভাগের নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, খুলনা বিভাগের নেতৃত্ব দেবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরিশাল বিভাগের নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, ফরিদপুর বিভাগে নেতৃত্ব দেবেন চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, সিলেট বিভাগের নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

প্রতিটি কমিটির সদস্য থাকবেন বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য, স্থানীয় বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, যুগ্ম আহবায়ক, বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকরা।

 

ভুলুয়াবিডি/এএইচ

সংবাদটি শেয়ার করুন।