ফাইল: ছবি চট্টগ্রাম বন্দরের পানামা পতাকাবাহী জাহাজে আগুন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ চট্রগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর জেটিতে নোঙরে থাকা পানামার পতাকাবাহী একটি বড় জাহাজে আগুন লেগেছে। বুধবার (০১ জুলাই) পৌনে ৬টার দিকে জাহাজে লাগে বলে বন্দর সূত্রে জানা গেছে। বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের গাড়ি এবং জাহাজ উদ্ধারকারী দুটি টাগবোট আগুন নেভানোর কাজ করছে। বন্দর সূত্রে জানা গেছে, পানামার পতাকাবাহী এটি একটি চাটার্ট ভ্যাসেল পণ্যবাহী জাহাজ। বুধবার সকালেই জাহাটি বন্দর জেটিতে নোঙর করে। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৫৭ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন