চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ চাঁদপুর সংবাদদাতা: একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাতানিশ আড়ং বাজারে লেয়াকত আলী মজুমদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭ টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন জানান, সকালে আড়ং বাজার সংলগ্ন বিশ্বরোডের পাশ দিয়ে লেয়াকত হাঁটে যাচ্ছিছিলেন। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আহত হন তিনি। লেয়াকতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খোরশেদ আলম সবুজ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বলেছেন, দুর্ঘটনার পর আমরা খবর পেয়ে গাড়িটি জব্দ করেছি। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৮০ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন