শুভ সড়ক দুর্ঘটনায় নিহত

চাঁদপুর সড়কে এক স্কুলছাএের মৃত্যু!

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

বিশেষ প্রতিনিধি: মহামারি করোনাকালে (কোভিড-১৯)
শুভ নামের এক স্কুলছাএ নিহত ও ফরহাদ নামের অপর  এক স্কুলছাএ চাঁদপুর মহাসড়কের গৃদকালিন্দিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

স্থানীয় সূএে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে
চাঁদপুর মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকায় মোটরসাইকেল ও যাএীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্কুলছাএ শুভ ঘটনাস্থলে নিহত হয়। এবং অপর মোটরসাইকেল আরোহী স্কুলছাএ ফরহাদ গুরুতর আহত হয়েছে।

পরে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।সড়ক দুর্ঘটনায় নিহত শুভ রায়পুর উপজেলার চরপাতা মজিবুল হক একাডেমী’র ৮ম শ্রেণির ছাত্র। অপরদিকে আহত ফরহাদ সপ্তম শ্রেণির ছাএ ছিলো। তারা দু’জনই রায়পুর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে
স্কুলছাএ শুভ ও ফরহাদ তারা দু’জন মোটরসাইকেল যোগে চাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি যাএিবাহী বাস (আনন্দ) উলটোদিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে শুভ ঘটনাস্থলে মারা যায়। পরে নিহত শুভ’র লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

ভুলুয়াবিডি/এএইচ