চাটখিল যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ৫ চাটখিল যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ৫ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে স্থানীয় যুবলীগের দু’গ্রুপের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় যুবলীগ নেতা ইয়াছিন, সুজন, আরিফ সহ কয়েকজন মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় যুবলীগের অপর এক গ্রুপের সাহেদ’সহ কয়েকজন তাদেরকে কূটক্তি করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। স্থানীয় যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন মিল্টন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে সাহেদসহ সন্ত্রাসীরা ইয়াছিন, সজল ও আরিফকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। এসময় দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সাহেদ গ্রুপের আরমান ও বাবু আহত হয়। এতে মারাত্মক আহত ইয়াছিনকে নোয়াখালী সদর ও আহত সজল, আরিফ, আরমান ও বাবুকে চাটখিল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে রাতে সাহেদসহ একদল সন্ত্রাসী বিপ্লব নামের একজনের ঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে। বাধা দিলে সন্ত্রাসীরা গৃহকর্তা বিপ্লবকে কিল ঘুষি মেরে জখম করে। এ ঘটনায় সাহেদকে আসামী করে বিপ্লব বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মূলত যুবলীগ নেতা মিল্টন ও সাহেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানতে যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন মুঠোফোনে বলেন, মসজিদে নামাজ পড়ার সময় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে মিল্টন ও সাহেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। চিকিৎসা শেষে সবাইকে নিয়ে সাংগঠনিকভাবে এটি মীমাংসা করা হবে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়ে পুলিশ অবগত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৩৭ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন চাটখিলদু’গ্রুপের সংঘর্ষ