চীনের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল বাংলাদেশে ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০ মহামারী করোনাভাইরাস নিয়ে গবেষণা শুরু করেছে বিভিন্ন দেশ। প্রতিষেধক আবিস্কারে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনসহ বেশ কয়েকটি দেশ। ইতোমধ্যে চীন তাদের ভ্যাকসিনের প্রথম ট্রায়াল শেষ করেছে। দ্বিতীয় পর্যায় হিসাবে তারা বাংলাদেশে ট্রায়াল দিতে পারে। শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল কনফারেন্সে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চীনে আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। এই ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও এর উৎপাদন শুরু হতে পারে। এটা বাংলাদেশের মানুষের জন্য করোনা মোকাবিলায় আরেক ধাপ সাফল্য বয়ে আনবে।’ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৮৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জনে। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৫৪ শেয়ার করুন আন্তর্জাতিক শেয়ার করুন