ফাইল: ছবি

জনসন অ্যান্ড জনসনকে ২১০ কোটি ডলার জরিমানা

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

বৃহত্তম ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন এর বিরুদ্ধে মামলার রায়ে জরিমানার অঙ্ক কমিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত।

বহুজাতিক এই প্রতিষ্ঠানটির উৎপাদিত ট্যালকম পাউডার ব্যবহারে ডিম্বাশয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিযোগে ২১০ কোটি ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই রকম অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪৪০ কোটি ডলারের অর্থ জরিমানা করেছিল মিসৌরির একটি আদালত। গত ২০১৮ সালে মামলার রায়ে ভুক্তভোগী ২২ জনকে ক্ষতিপূরণ হিসেবে ওই অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে আপিলে আদালত মঙ্গলবার জানায়, ভুক্তভোগীদের অনেকে মিসৌরির বাইরের বাসিন্দা হওয়ায় তাদের বাদ দিয়ে জরিমানা অর্থ কমিয়ে দেওয়া হয়েছে।

আদালত রায়ে বলেছে, আসামিপক্ষ অনেক বড়, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি, এ বিপুল পরিমাণ জরিমানার শাস্তি দেয়া এ মামলার জন্য প্রয়োজন ছিল। আসামির কারণে ভুক্তভোগীদের শারীরিক, মানসিক ও আবেগজনিত যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য দেওয়া অসম্ভব।

জনসন অ্যান্ড জনসনের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মিসৌরির সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

 

ভুলুয়াবিডি/এএইচ