কলেজে থাকা জেকেজির সব মালামাল নিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর জেকেজির সাড়ে ৩ হাজার পিপিই তিতুমীর কলেজ থেকে জব্দ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ সরকারি তিতুমীর কলেজ থেকে জেকেজির সাড়ে ৩ হাজার পিপিই জব্দ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার কলেজে থাকা জেকেজির সব মালামাল নিয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তর। জানা গেছে, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের শুরু থেকেই তিতুমীর কলেজ ক্যাম্পাসে করোনা বুথ স্থাপন ও ক্যাম্প করে করোনার নমুনা সংগ্রহ করছিল জেকেজি হেলথ কেয়ার। আরিফুল চৌধুরীকে গ্রেফতারের পর মাস্ক, গ্লাভস, পিপিই, ব্যবহৃত জামা-কাপড়সহ করোনা পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ ফেলে প্রতিষ্ঠানটির কর্মীরা পালিয়ে গেছেন। উল্লেখ্য, করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুন জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই আলাচনায় ছিলেন তার স্ত্রী ও জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী। পরে গত রোবাবার তাকেও গ্রেফতার করা হয়েছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১২৬ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন জব্দজেকেজিতিতুমীর কলেজপিপিই