ফাইল: ছবি জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষক নিহত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে বজ্রপাতে দুইজন কৃষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলার আক্কেলপুর উপজেলার চন্দ্রপাইল গ্রামে ঝড়-বৃষ্টির সময় মাঠে ক্ষেত পরিচর্যা করার সময় তারা নিহত হন। নিহতরা হলেন- উপজেলার চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন এবং একই গ্রামের আজিজার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন। তারা দু’জন সম্পর্কে নানা ও নাতি জামাই। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বৃষ্টিপাত শুরু হলে আলম হোসেন ও সাখাওয়াত হোসেন মাঠে তাদের নিজের মরিচের ক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় বজ্রপাতে আলম হোসেন ও সাখাওয়াত হোসেনের পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৭১ শেয়ার করুন প্রাকৃতিক দূর্যোগ শেয়ার করুন