টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা: টেকনাফে র্যাব-৭ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি (৪০) নামের মাদক কারবারিকে আটক করেছে। রবিবার (৩১ মে) দুপুরে টেকনাফের হাবিরছড়া এলাকায় গহীণ অরণ্যে এ অভিযান চালানো হয়। আটক আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি টেকনাফের হাবিরছড়া এলাকার আবুল কাশেমের ছেলে। র্যাব-৭ মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে আটকৃত ১ লাখ ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। দীর্ঘদিন ধরে সে টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যের চালান এনে চট্টগ্রাম ও কক্সবাজারের মাদক কারবারিদের কাছে বিক্রি করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় মাদকদ্রব্য মামলা রয়েছে। পরে জব্দ করা ইয়াবাসহ তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগে শনিবার র্যাব-১৫ এর একটি দল টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৬৭ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন