ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অধ্যাপক ডা. মহিব উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জা. জাফরুল্লাহ চৌধুরী করোনা এন্টিজেন নেগেটিভ এবং এন্টিবডি ফর কোভিড পজেটিভ। তিনি অক্সিজেন ছাড়া সেচুরেশান ৯৫ শতাংশ রাখতে পারছেন। এর আগে বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি জানান, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাছাড়া ফুসফুস ও গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেস্ট ফিজিওথেরাপি ও অনান্য চিকিৎসা চলমান। তিনি সকলের দোয়া চেয়েছেন। গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজ প্রতিষ্ঠান উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিটে পরীক্ষা করে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হন। এরপরে ২৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করানো হলে সেটি পজিটিভ আসে। তারপর ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৯ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা চিকিৎসক। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ৩৯ শেয়ার করুন রাজনীতি শেয়ার করুন